Stories
Here is the structured text, ready for you to copy and paste directly into your Google Site's "Stories" page.
This section should be placed in a small text box at the very top of your page.
Selected works and short stories by Md Lemon Mridha. These pieces are currently being published via Google Play Books.
Title: অবুঝ প্রত্যাশা
আমি স্বপ্নেও স্মৃতির কাছে নিজের অসহায়ত্বের শেষ বিন্দু নিয়ে কাকুতিমিনতি করলাম-- আমাকে যেন সে দূর্বল না করে ভেঙে না দেয়। পারি নি স্বপ্নের মাঝে রাজি হয়ে গেছি ঠিক যতটুকু মুভ অন করেছিলাম সবটা যেন হারিয়ে গেল। স্বপ্ন দেখেছি আর ভেবেছি এটা হতেই পারে না সে ফিরবে না, কেন ফিরবে। ফিরলেও কেন আমি তাকে ফিরাবো। অদ্ভুত স্বপ্নের মাঝে আবার তাকে বিশ্বাস করে মেসেজের রিপ্লাই করি অথচ এতগুলো দিন মাস কেটে গেল সে একটাবার খোজ নেয়নি।
Title: আশার প্রতিধ্বনি
পৃথিবীর সব চেয়ে সুন্দরতম বিষয় হচ্ছে কোন দুঃখই চিরস্থায়ী নয়, প্রিয়জন হারানোর বেদনাও কেটে যায় একদিন। পৃথিবীর সবচেয়ে অসুন্দরতম বিষয় হচ্ছে জীবনের সুখই চিরস্থায়ী নয়। ঝুম বৃষ্টিও থেমে যায় মানুষ বদলে যায়। তবু আমরা আশায় বাঁচি, কারণ প্রতিটি অন্ধকারের পরেই আসে আলো। ভালোবাসা হারালেও, ভালোবাসার ক্ষমতা আমাদের ভেতরে থেকেই যায়। একটা সময়, সবকিছু আবার নতুন করে শুরু হয় নতুন মানুষ, নতুন অনুভব, নতুন সকাল।
কখনো মনে হয় সময়টাই একমাত্র ওষুধ, যে নীরবে ভাঙা হৃদয়টাকে জোড়া লাগায়। আজ যে কান্না গোপনে বালিশ ভেজায়, কাল তা-ই হয়তো হয়ে ওঠে এক হাসির গল্প। সবই ক্ষণিক দুঃখও, সুখও, মানুষও। তবুও জীবন চলে তার নিজের গতিতে, আমরা শুধু হাঁটতে থাকি হারানোর মধ্যেই খুঁজি পাওয়ার আনন্দ।
Title: ভালোবাসার গন্তব্য
জীবন যদি একটা জার্নি হয়, তোমায় ভালবাসা হল আমার সেই বাহন, যা ছাড়া এই জার্নি অসম্ভব পথচলা, অধরাই থেকে যায় গন্তব্যের আলো ছোঁয়া।
বাসের জানালা দিয়ে ঠান্ডা বাতাস যখন মুখে লাগে, সে অনুভুতি ছাড়া ভ্রমণ হয় না উপভোগ্য কখনোই, তবুও চলতে হয়, থামা চলে না, তেমনি তোমার ভালবাসার স্পর্শহীনতাতেও— জীবন উপভোগ্য নয়, তবুও জীবন চলে অবিরত।
তবে পার্থক্যটা জানো কোথায়? ভ্রমণের শেষ গন্তব্য থাকে নির্দিষ্ট কোন ঠিকানায়, জীবনের শেষ গন্তব্য মৃত্যু—নির্বিকার চিরঘুম, আর তোমার ভালবাসার শেষ গন্তব্য? তা হয়তো চিরকাল সুখের আশ্রয়, নয়তো চিরকাল তোমার শূন্যতায় অসুখের বাসা।
Copyright Notice
© 2025 Md Lemon Mridha. All Rights Reserved. Singer | Author | Digital Marketer This content is the intellectual property of Md Lemon Mridha. Unauthorized reproduction or distribution is strictly prohibited. These works are currently submitted for publication on Google Play Books.